নিজস্ব ডিজাইনে কাজ করার সুবিধা অনেক,নিজস্ব ডিজাইন মানেই আপনার নিজস্ব সত্ত্বা,চিন্তাভাবনা,পছন্দ,অপছন্দ,রুচীর সমন্বয়। নিজের মতো করে কাজ করার সুযোগ আসে এতে করে। নিজের সুবিধা অসুবিধা বিবেচনা করে কাজ করা যায়,কাস্টমাইজড কাজ করা অনেক সহজ হয়ে যায়,সৃষ্টিশীলতা আসে, উৎপাদন খরচ কমিয়ে আনা সম্ভব হয় এক্ষেত্রে। সম্পর্ণ নতুন আর নিজস্ব ডিজাইন হওয়ায় সবার কাছে চাহিদা বাড়ে,নতুন পণ্য ক্রেতা চাহিদার শীর্ষে থাকে।
নিজস্ব ডিজাইনে কাজ করার অসুবিধাও আছে কিছু যার ভেতর সবচেয়ে বড় অসুবিধা হলো পণ্যটি কাস্টমার কিভাবে গ্রহণ করবে সেটি ...