Uncategorized

ডেলিভারীর গল্প🛍

বিকাশ বিড়ম্বনা
একদিকে দুঃখ লাগছে একদিকে ওর কন্ঠ শুনে ভালো লাগছে আর হাসতে হাসতে শেষ🙈🙈

Nasreen Naher Rima আমার ছোট্ট বোনটা, এতো মিস্টি ছিলো দেখতে বাতাসের আগে যাইতো সবসময় সহজ সরল, এখনো অবশ‍্য একই আছে, তো আমাকে একদিন নক করেছে ছবি দিয়ে আপু বাটিক আর ইয়র্কের ঐ ড্রেসগুলা আছে কি? ও বহুদিন আগেও একবার ড্রেস নিয়েছিলো,আমি বললাম আপু কবে ছবি দিছি কমলাটা শেষ এইটা আছে ছবি দেখো, দেখেই বললো,” আপু পাঠান তাড়াতাড়ি, আর বিকাশ নাম্বার দিয়েন,” আমি নাম্বার আগে না দিয়ে আগে ঠিকানা নিয়ে দ্রুত পাঠিয়েছি ঈদের আগে দর্জির একটা ব‍্যাপার আছে।

ও পরদিন পেয়েছে, তার আগে কয়েকবার নাম্বার চেয়েছে, এইবার মেসেজ দিয়েছে ভয়েস এতো মিস্টি সেই পিচ্চি কন্ঠ,”আপু ড্রেসটা খুবই সুন্দর,আর গিফ্টটাও সুন্দর তারচেয়ে ভালো লেগেছে চিঠিটা, আপু হয়েছে কি আমি বাচ্চাকে নিয়ে স্কুলে আসার সময় আমার নাম্বারে টাকা তুলে এসেছি ভাবছি দারোয়ান পার্সেল নেওয়ার সাথেসাথে আপনাকে টাকা পাঠাবো, তো তারপর একটা ফোন ঐ যে কিসব বিকাশ প্রতারক আছে না কি সব বললো আর টাকাগুলো চলে গেলো তারপর একাউন্ট বন্ধ আপনাকে দোকান থেকে বিকালের মধ‍্যে টাকা পাঠাবো, ” আম্মা তখন খুব অসুস্থ শুনে ওর আহাম্মকিতে হাসবো না কাঁদবো🙉🙉।

পরে দেখি আবার আমাকে দ্রুত দোকান থেকে টাকা পাঠিয়েছে,তারপর আমি ওকে মেসেজ দিছি,” সামনে থাকলে তোমাকে আমি😡😡,” এবার ও ভয়েস শুনে মেসেজ দিছে,” আপু আপনার গলা শুনে খুব ভালো লাগলো,কেমনে যে কি কি বললো,আমি পুরাই বোকা হয়ে গিয়েছি,২৫৪৭ টাকা, বললো ক‍্যালকুলেটরে আপনি এই নাম্বারটা লিখেন এবং আপনার পিন দিয়ে গুন করেন আর এনসারটা বাম দিক থকে পাঁচটা ডিজিট বলেন, পিনটা mnmn লিখেন আমি পুড়াই বোকা হয়ে গিয়েছি,🙊🙊।আমি পুরাই বোকা, সকালে দুইহাজার টাকা ভরেছি,ফোন দিয়ে বলে আমি দোকানদার বলছি আপা আপনার ফোনে টাকা দেওয়ার পর আমার আরো পাঁচ হাজার টাকা চলে গিয়েছে, এক মিনিটের ভেতর এসএমএস আসছে আপনার একাউন্টটা রিপোর্ট করে বন্ধ করা হোলো?”।

আমি শুধু বললাম,” রিমা তুমি সেই বাচ্চাই আছো এই ভুল কেউ করে এতো এত বার সতর্ক করে সবাই, নামেই বড় হইছো বুদ্ধিসুদ্ধি হয়নি,” আর এমন করবানা,বিকাশ অফিসে যেয়ে ঠিক কইরো।

অথচ এতো কিছু হইছে পরে বলছে আগে আমাকে টাকা পাঠাইছে, পাইছি কিনা কয়েকবার নক করছে।
এতো ভালো হতে আছে সোনা আপু, এরপর থেকে সাবধান থাকবা। আশারাখি ড্রেসটাতে তোমাকে খুব সুন্দর মানাবে।

এধরনের ঘটনা রোজ ঘটে চলেছে সতর্কতা আর উপস্থিত বুদ্ধিই হতে পারে সঠিক সমাধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.