জীবনের নিয়মে জীবন চলমান থাকবে, ক্ষত শুকিয়ে যাবে আবার নতুন ক্ষত হবে এটাও নিয়ম। যেমন ধরুন বন্যার ভয়াবহতা আমাদের সীতাকুন্ডে আগুনে সব হারানো মানুষের আত্মর্নাদকে ভুলিয়ে দিয়েছে,ধামা চাপা পড়ে যাচ্ছে কেনো আর কিসের জন্য কাদের গাফেলতির কারণে এতো বড়ো দুর্ঘটনা হলো।যে বিশাল ও বিপুল ক্ষয়ক্ষতি,মানুষ ও পরিবেশের আর সম্পদের হয়েছে সেটাও অনেক বেশী ছিলো।
কিন্তু এই বন্যার ভয়ংকর রুপ গত একশত বাইশ বছরের ভেতর নজির বিহীন, বাসাবাড়ি, আসবাবপত্র,ব্যবসা প্রতিষ্ঠান, ফসলী জমি,সরকারি বেসরকারী অফিস কারখানা,স্কুল,কলেজ সবই পানির নীচে, মানুষের খাবার ও স্বাস্থ্য দুইই হুমকির মুখে,কোথায় তারা বিশুদ্ধ সুপেয় খাবার পানি পাবে, না জানি অন্ধকারে অনাহারে অর্ধাহারে কিভাবে তাদের দিন যাচ্ছে।বোবা প্রাণীগুলো কোথায় সব ভেসে যাচ্ছে।
আল্লাহ্পাক তার রহমত বর্ষণ করুন, সবাই প্রার্থনায় স্মরণ করুণ সবার সৃষ্টিকর্তাকে এই দূর্যোগ তিনি কমিয়ে দিন।
আসুন আমরা যার যার অবস্থান থেকে বাড়িয়ে দেই সহযোগিতার হাত,আপনার আমার ছোট ছোট সহযোগিতা একত্রিতভাবে অনেকটা হবে, কাউকে করা সহযোগিতা বা আপনার দান গোপন রাখুন, পাশে দাড়ান নিজের সামর্থ্য আর সদিচ্ছা থেকে,আমরাই পারি এই দূর্যোগের ক্ষয়ক্ষতি কিছুটা কমিয়ে অসহায় বানবাসী মানুষের পাশে দাড়াতে।