Tania Mustari আপুর অর্ডার ছিলো এটি,বেশ কিছুদিন আগের অর্ডার, আপু বেক্সিভয়েলের উপর করা সিঙ্গেল কামিজ দেখে নক করেছিলেন, মেসেজে জানিয়েছিলেন তিনি ইনার পড়তে পছন্দ করেন তাই কাপড়টি সেরকম চাচ্ছেন,যাতে হালকা মোটা হয়, তারপর আমি আপুর সাথে কথা বলে কাপড়টি অরবিট ভয়েলে করতে দেই।অনেক দেরী হয় উঠতে। আমি
আমি ভেবেছিলাম আপু হয়তো আর নিবেননা।
পরে আপু আবার একদিন নক করেন,”আমারটার কাজ কতদূর,” তারপর আমি দ্রুত ছবি তুলে আপুকে পাঠাই, আপু দেখে পছন্দ করেন আর পাঠিয়ে দিতে বলেন।আমি পাঠাই তারপর।
আপু হাতে পেয়ে দেখে জানিয়েছিলেন,” কাজটি ভীষণ সুন্দর হয়েছে,আরো ভালো ভালো কাজ করো যাতে সামনে আবার নিতে পারি,”।
এই কথাগুলো অনেক প্রাপ্তির ছিলো।