নিজস্ব ডিজাইনে কাজ করার অসুবিধাও আছে কিছু যার ভেতর সবচেয়ে বড় অসুবিধা হলো পণ্যটি কাস্টমার কিভাবে গ্রহণ করবে সেটি আগে থেকে জানা যায়না,যদি কাস্টমারের রুচি পছন্দের সাথে না মেলে তাহলে পণ্যটির চাহিদা কমে যায় যা উদ্যোগে একটি বড় ঝুঁকি।ডিজাইনি হুবোহু কপি ডিজাইন হলে সেটিও গ্রহণযোগ্যতা হারায় ও ক্ষতির কারণ হয়।
উদ্যোগে সবসময়ই ঝুঁকি থাকবে তবে নিজের মতো করে কাজে অনেক শান্তি আছে আর আছে নতুনত্ব।
#ডিজাইন
#নতুন