আগে আমি সবধরনের পোস্টেই অসংখ্য ছবি ব্যবহার করতাম,এখন সেটা বাদ দিয়েছি,আমারো এখন মনে হয় বিজনেস পোস্টে একটি স্বচ্ছ সুন্দর ছবিই যথেষ্ঠ। সুন্দর কন্টেন্ট এর সাথে একটি বাদু তিনটি ছবিই ক্রেতার মনোযোগ দ্রুত আকর্ষণ করতে পারে। রিচ ভালো হয়।
একটি বিজনেস পোস্টে সর্বোচ্চ পাঁচটি ছবি ব্যবহার করা যেতে পারে তার বেশি উচিত নয়। এতে ক্রেতার মনোযোগ ব্যাহত হয়,অনেক ছবি দেখতে দেখতে আসল ছবিটিই চোখে পড়েনা।
ফেসবুকে বর্তমানে বেজোড় সংখ্যক ছবিতে বেশি রিচ হয়, একটি অথবা তিনটির ক্ষেত্রে যা সবচেয়ে বেশি হয়ে থাকে।