এফ-কমার্স হলো অনলাইনে ফেসবুক বিজনেস, ফেসবুক বিজনেসের মাধ্যমে অনেকে স্বল্প পুজিঁতে উদ্যোগ শুরু করেছেন এখন।বিজনেস স্টার্ট করার আগে এফ-কমার্সের ক্ষেত্রে সবার আগে দরকার একটি বিজনেস পেজ খোলা। বিজনেস পেজ টি খুলে সেটিকে ভালোভাবে সাজানো সবচেয়ে দরকার।
প্রথমে ফেসবুকে বিজনেস পেজটি ক্রিয়েট করতে হবে, প্রথমে পেজের নাম দিতে হবে এরপর ক্যাটাগরী সিলেক্ট করতে হবে। তারপর পেজের এবাউট স্যাকশনে যেয়ে নিজের কাজ সম্পর্কে ছোট্ট করে বর্ণনা দিতে হবে। ফোন নাম্বার,ইমেইল এড্রেস,হোয়াটসআ্যাপ,ইন্সট্রাগ্রাম যুক্ত করতে হবে।মানে অন্যান্য সোস্যাল মিডিয়ার আ্যাকাউন্টের লিঙ্ক গুলো যুক্ত করতে হবে।ওয়েবসাইট থাকলে তার লিঙ্ক যুক্ত করতে হবে।
কভার ফটোটা এমন হবে যেটা দেখলেই বোঝা যাবে আমি কি নিয়ে কাজ করছি,প্রফাইল পিকচার সিলেক্ট করতে হবে সুন্দর দেখে,প্রফেশনাল লোগোও হতে পারে সেটাই সবচেয়ে ভালো হবে।
ম্যাসেঞ্জার সেটআপ খুবই জরুরী,অটো ম্যাসেজ রেস্পন্ডার সেটআপ খুবই জরুরী।প্রতিদিন পেজে নির্দিষ্ট সময়ে অন্ততপক্ষে একবার হলেও পোস্ট করতে হবে। সুন্দর ছবি,সুন্দর কন্টেন্ট আর স্টোরি টেলিং এর মাধ্যমে করা পোস্ট পেজের সৌন্দর্য্য বাড়িয়ে দেবে আরো কয়েকগুণ।
ডোমেইন,হোস্টিং কেনা এবং ওয়েবসাইট পেজ থেকেই প্রমোট করা জরুরী সবসময়ের জন্য।
আমি আমার পেজ “শখের কারুকাজ”কে সাজানোর চেষ্টা করেছি আপনি করেছেনতো?