অফলাইনে আমরা পন্যটি হাতে ধরে দেখতে পারি সরাসরি দেখে পরখ করে তবেই কেনাকাটা করি, কিন্তু অনলাইনে আমরা পন্য সরাসরি দেখতে পাইনা, তখন আমরা ছবি দেখে আর আনুষঙ্গিক বিবরণ পড়ে সিলেক্ট করি কোনটা নিবো।তাই বিজনেস পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ,সুন্দর পরিস্কার ছবির সাথে পন্যের সঠিক বিবরণ গুরুত্বপূর্ণ।
বিজনেস পোস্ট সরাসরি সেল পোস্ট হলে তা বিরক্তিকর লাগে সবার কাছে,তাই পেজে আর নিজস্ব প্রোফাইলে নিয়ম করে প্রতিদিন সুন্দর স্টোরিটেলিং এর মাধ্যমে পন্য সম্পর্কে বিজনেস পোস্ট দিলে তা সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে।
আপনি আপনার কাস্টমারদের নিয়ে লিখতে পারেন, পন্যের বিবরণ নিয়ে গল্প লিখতে পারেন,নিজের কাজের ধরন নিয়ে লিখতে পারেন, বিভিন্ন ঘটনার মাধ্যমে আপনার পন্যের গ্রহণযোগ্যতা তুলে ধরতে পারেন, হাতের কাজের কাপড়ের যত্ন সম্পর্কে লেখা যেতে পারে,ডেলিভারীর পেছনের গল্প শেয়ার করতে পারি,কাস্টমারের কাছ থেকে পাওয়া ফিডব্যাক বা রিভিউ গুছিয়ে লিখতে পারি।
নিজস্ব প্রোফাইল ও পেজে স্টোরি টেলিং এর মাধ্যমে গল্প আকারে একটি শক্তিশালী কন্টেন্ট তুলে ধরতে পারলে সবার আপনার কাজ নিয়ে ভালো ধারণা আসবে, সেল পোস্ট কখনোই প্রধান বিষয় হতে পারেনা।
একটি সুন্দর,সহজ সাবলীল কন্টেন্টই একটি সঠিক বিজনেস পোস্ট।