সূদুর ইজিপ্টে এই সূচীশিল্পের ব্যবহার বেশ জনপ্রিয় ছিলো তা মিশরের বিখ্যাত ফারাও তুতেন খামেনের সমাধীতে প্রাপ্ত সূচীশিল্পের নমুনা দেখলেই বোঝা সেই প্রাচীনকালে মিশরের মহিলারা রঙিন সুতো ছাড়াও লোহার তৈরি সুতো দিয়ে সূচীশিল্পের কাজ করতেন।
শুধুমাত্র ভারত উপমহাদেশেই নয় সারা বিশ্বেই বহু আগে থেকে সূচীশিল্পের কাজ হয়ে আসছে।
বাংলাদেশে বহু প্রাচীনকাল থেকেই সূচীশিল্পের কাজ করা হচ্ছে, এদেশের সূচীশিল্পের বিভিন্ন পন্য জগত বিখ্যাত। বর্তমানে সারা দেশেই বিভিন্ন ধরনের সূচীশিল্পের পন্য তৈরি হয়, কিন্তু যশোরের নকশিকাঁথা বিখ্যাত তার মধ্যে।