বিজনেস বা যেকোনো উদ্যোগ গ্রহণ মানেই ঝুঁকি নেওয়া,তবে প্রথমদিকে অনেক চিন্তা ভাবনা করে কাজে নামা জরুরী,আর কাজ করতে করতেই অনেক কিছু শিখে ফেলা যায়,মার্কেট রিসার্চ এর মাধ্যমে বোঝা যায় টার্গেট কাস্টমার কারা,পন্যের বাজার কেমন,কেমন সেল হবে। কাজে দক্ষতা আসলে সব কিছু ভালোভাবে জানার পর বড় ঝুঁকি নেওয়া উচিত।
নাহলে ঝুঁকি গ্রহণ বেশিরভাগ ক্ষেত্রেই ব্যার্থতায় পর্যবসিত হবে, তাই ঝুঁকি গ্রহণ বা বেশি বিনিয়োগের ক্ষেত্রে মার্কেট রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং মার্কেটে পন্যের যথেষ্ট চাহিদা থাকলে তবেই বিনিয়োগ করা উচিত।