Uncategorized

বিজনেসে নাম কেনো গুরুত্বপূর্ণ?

যেকোনো জিনিসের ক্ষেত্রেই নাম সহজ ও ছোট হলে,মাথায় গেথে যায় মনে থাকে,দ্রুত কাস্টমারদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। দ্রুত বিজনেস ছড়িয়ে পড়বে।ইউনিক নামের ক্ষেত্রে ডোমেইন কেনা খুব সহজ হয়।বিজনেসের নামটি একটি ব‍্যান্ড যেটি আমাকে এবং আমার পন‍্যকে সবার সাথে পরিচিত করাবে।একটি সুন্দর নাম কাস্টমারকে সহজেই আকর্ষণ করে উদ‍্যোগ ও উদ‍্যোক্তা সম্পর্কে ভালো ধারণা আনে মনে।একটি সুন্দর ও সহজ নাম সহজেই টার্গেট কাস্টমারের কাছে পৌছাতে সাহায‍্য কে।উদ‍্যোগের সফলতা বা বিফলতা অনেকাংশে নামকরণের উপর নির্ভর করে। নাম দেখেই যাতে পন‍্য সম্পর্কে বোঝা যায় সেটাও মাথায় রাখতে হবে।

আমার উদ‍্যোগের নাম ঠিক এক মুহূর্তের ভাবনাতেই দিয়েছিলাম “শখের কারুকাজ”। হ‍্যা এক মুহূর্তের ডিসিশনেই উদ্যোগের শুরু।সেলাই ছিলো আমার কাছে খুব শখের জিনিস আর সেটাকেই আমি উদ‍্যোগ হিসেবে নিয়েছি। পরে নামটা মনে জায়গা করে নিয়েছিলো, সূচীশিল্পের কাজগুলো এতো নিখুঁত আর সুন্দর ছিলো সবাই খুব শখ করে কিনতো নিজের প্রয়োজনে কেনা জিনিসটাকে অনেক শখের আর যত্নে রাখে সবাই, আমার শখের ভেতর অন‍্যতম হলো নকশা তৈরী যার ভিত্তিতে আমার উদ‍্যোগের শুরু এইজন‍্য আমার উদ‍্যোগের নাম “শখের কারুকাজ” আমি সুতোয় বুনেছি স্বপ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *