সঠিকভাবে প্রোডাক্ট সোর্সিং করা ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট সোর্সিং ঠিকমতো না করলে ব্যবসায় নানা রকম সমস্যা দেখা দিতে পারে।
একটি সোর্সিং এর উপর নির্ভর না হয়ে একাধিক সোর্সিং রাখা উচিত।যাতে করে বিপদে সমস্যা না হয়।
আমি কাজ করছি সূচীশিল্পের বিভিন্ন পন্য নিয়ে,আমি যখন প্রথম কাজ শুরু করি কাজের জন্য কাপড় অপেক্ষাকৃত বেশি দামে কিনতে হোতো যেটা কাস্টমারদের উপরো প্রভাব ফেলতো আর মান ছিলো মোটামুটি,তাপর আমি অনেক খুজে গত একবছর যাবত ভালো কাপড় আর পাইকারি দামের খোজ পেয়েছি, কাপড় আর সুতা সব থেকে ভালো হয় জেলাশহর বা ঢাকা থেকে আনতে পাড়লে কিন্তু সেটা আমার পক্ষে সম্ভবনয়।দুবার আমি সুতা কিনতে যশোর গিয়েছিলাম দেখলাম বেশ কম দাম কিন্তু যেই দামটা আমি কম পাচ্ছি সেটা,যাতায়াত ভাড়া,সময় আর শ্রমে উসুল হয়ে যাচ্ছে আরো বেশি।তাই সবদিক বিবেচনা করে আমি এখন স্থানীয় বাজার থেকেই সুতা আর কাপড় কিনি নির্দিষ্ট জায়গা থেকে।উপজেলা শহর থেকে কাজ চালিয়ে যাওয়া সত্যিই অনেক কঠিন।
আবার যখন কর্মিদের কাজ বুঝিয়ে দিতাম, আসল কর্মির কাছে না পৌঁছে আমি তাদের হেডআপার কাছে কাজ দিতাম এবং অনেক বেশি টাকা মুজুরী দিতাম, অন্য যারা কাজ করাতো তাদের থেকে আমার বেশি টাকা দিতে হোতো পরে অনেক খুজে এখন আমি আসল কর্মিদের মধ্য থেকে একজন প্রধান করে তার কাছেকাজ দেই এবং তুলনামূলক কম খরচে কাজটি তুলতে পাড়ি। হাতের কাজের সঠিক মূল্য কখনোই দেওয়া সম্ভবনা তারপরো আশার কথা আমি তুলনামূলক পারিশ্রমিক বেশি দেওয়ায় অনেকেই আমার কাছে কাজের খোঁজে আসে। এখন আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ না করে সরাসরি নিজে কাজ করাই এবং পন্যের মান ঠিক রাখতে পারি।