পন্যের দাম ও মান দুটোই খুবই গুরুত্বপূর্ণ বিজনেসের ক্ষেত্রে। দাম যেমন পন্য হিসেবে অতিরিক্ত কম হলে বিজনেসে লস হয় আবার অতিরিক্ত বেশি হলেও কাস্টমার কিনতে চাইবেনা।
একজন সফল উদ্যোক্তা হতে হলে সবার আগে আপনাকে একজন ক্রেতা হয়ে উঠতে হবে,ক্রেতার স্থান থেকে বিবেচনা করতে হবে আপনি ঠিক কেমন সেবা চান। আপনার মতোই একজন ক্রেতা আপনার কাছে সেম সেবা আশা করবেন।
ক্রেতা হিসেবে আমি চাইবো সঠিক প্রাইসে ভালো মানের জিনিস পেতে। পন্যের গুণগত মান সবসময়ের জন্য সঠিক এবং ভালো থাকা উচিত। পন্যের মান নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। পন্যের মান ভালো হলে কাস্টমার একবার নিলে দ্বিতীয়বার আবার নিবে আপনার সার্ভিস ভালো হলে আস্তে আস্তে রেগুলার কাস্টমারে পরিণত হবে।
আমরা অনেকেই কম দামে জিনিস খুজি কিন্তু বেশির ভাগ সময়ই পন্যটি ভালো হয়না, আবার বেশি দাম হলেও অনেকে নিতে চাননা,তাই পন্যের মান সঠিকভাবে নির্ধারণ খুবই জরুরী,মোট খরচ হিসেব করে লাভ নির্ধারণ করে দাম সিলেক্ট করতে হবে। সঠিক দামে সঠিক মান পেলে কাস্টমার অবশ্যই কিনবেন।
এখন সবাই বলে থাকেন জিনিস যেটা ভালো দাম একটু বেশিই, পন্যের গুণগত মান যদি ভালো হয় কাস্টমারের যদি আপনার সার্ভিস পছন্দ হয় তাহলে সে দাম নিয়ে একেবারেই ভাববেন না।