Uncategorized

নিজস্ব ডিজাইনে কাজ করার সুবিধা অনেক,নিজস্ব ডিজাইন মানেই আপনার নিজস্ব সত্ত্বা,চিন্তাভাবনা,পছন্দ,অপছন্দ,রুচীর সমন্বয়। নিজের মতো করে কাজ করার সুযোগ আসে এতে করে। নিজের সুবিধা অসুবিধা বিবেচনা করে কাজ করা যায়,কাস্টমাইজড কাজ করা অনেক সহজ হয়ে যায়,সৃষ্টিশীলতা আসে, উৎপাদন খরচ কমিয়ে আনা সম্ভব হয় এক্ষেত্রে। সম্পর্ণ নতুন আর নিজস্ব ডিজাইন হওয়ায় সবার কাছে চাহিদা বাড়ে,নতুন পণ‍্য ক্রেতা চাহিদার শীর্ষে থাকে।

নিজস্ব ডিজাইনে কাজ করার অসুবিধাও আছে কিছু যার ভেতর সবচেয়ে বড় অসুবিধা হলো পণ‍্যটি কাস্টমার কিভাবে গ্রহণ করবে সেটি আগে থেকে জানা যায়না,যদি কাস্টমারের রুচি পছন্দের সাথে না মেলে তাহলে পণ‍্যটির চাহিদা কমে যায় যা উদ‍্যোগে একটি বড় ঝুঁকি।ডিজাইনি হুবোহু কপি ডিজাইন হলে সেটিও গ্রহণযোগ্যতা হারায় ও ক্ষতির কারণ হয়।

উদ‍্যোগে সবসময়ই ঝুঁকি থাকবে তবে নিজের মতো করে কাজে অনেক শান্তি আছে আর আছে নতুনত্ব।

#ডিজাইন

#নতুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *