Uncategorized

দিনশেষে সব কিছু নিজেদের তৈরী ভয়াবহ হত‍্যাযজ্ঞ মনে হয়।

মনটা খারাপ,ভীষণ ভাবেই দুঃখ ভারাক্রান্ত, সব কতগুলো কচি প্রাণ, কারো ভাই,কারো বাবা,কারো বোন,কারো মা,বন্ধু,স্বজন এসেছেন হারিয়ে যাওয়া মানুষটিকে খুজতে। যেই মানুষটি হয়তো আপনার বা আমারি মতো স্বপ্ন দেখতো,ঘুমাতে যাচ্ছিলো কালকের সকাল দেখবে বলে, সেই দমকল কর্মি বা পুলিশ সদস‍্য তারা কি আমাদের কেউ নয় যারা নিজেদের জীবন হারালো হয়তো কারো ভুলের মাশুল দিতে গিয়ে,এই হাহাকার এই আর্তনাদ, ঝলসে যাওয়া দিনটার রেশ কাটতে অনেকটা দিন কেটে যাবে।

টাকার বিনিময়ে কি এই স্বজন হারানো পরিবার গুলো, এই হাত পা চোখ হারিয়ে যাওয়া মানুষগুলোর কোনো ক্ষতিপূরণ হবে?

চোখ দুটো ভিজে আসছিলো বারবার এই আহত রুগী আর মৃত ব‍্যাক্তির স্বজনদের আহাজারিতে,কানে বাজছে শুধুই চিৎকার আর এম্বুলেন্সের সাইরেন, এই দুঃস্বপ্নের দিনটার শেষ হয়তো আরো অনেকটা দিন পরেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *