বাচ্চাদের কাজ গুলো আমার কাছে আদরের আর খুশীর,
বাচ্চাগুলো নতুন ড্রেস পেয়ে যে কি ভীষণ খুশী হয়, কি ভীষণ সুন্দর লাগে এই ছোট্ট সোনামুখগুলোকে, আমি সবসময়ই চেষ্টায় থাকি ওদের জন্য করা কাজগুলো পাতলা নরম সুতিতে করার বেশিরভাগ বেক্সি ভয়েল অরবিট মসলিন ভয়েল নেই। মাপ অনুযায়ী প্রাইস সেট করি। আর সুতা আর কাপড়ের রঙ উঠবেনা কখনোই যদি কখনো ভুল ক্রমে ওঠে তাহলে তা জানিয়ে দেই ক্লাইন্টদের।প্রত্যেকটি বেবিফ্রকে নকশা আমাদের নিজস্ব কাজ আর আমার নিজের হাতে আঁকানো।
কর্মিরাও অল্প নকশার ছোট ছোট কাজ করতে চায়, কাজ উঠে আসলে ফিনিশিং ভালো হলে ভীষণ ভালো লাগে মনটা।
আমার উদ্যোগ “শখের কারুকাজ”, আমি কাজ করছি সূচীশিল্পের বিভিন্ন পণ্য নিয়ে।