ভীষণ প্রিয় একজন মানুষের অর্ডার এটি,
সেই আগের শীতের শুরুতে অর্ডার, রিতা আপু নিজের মায়ের জন্য নিজে শালের রঙ,ডিজাইন ও সুতার ম্যাচিং কাষ্টমাইজড করে দিয়েছিলেন। আপুর ইচ্ছা ছিলো বড়দিনে বাড়িতে যাওয়ার সময় মায়ের জন্য নিয়ে যাবেন।
আমি গ্রামে সাথে করে সুতা নিয়ে যাই সেগুলোর ছবি আপুকে দ্রুত দেখিয়ে সব ঠিকঠাক করে নেই।পরে মারিয়াকে সব বুঝিয়ে দেই।কিভাবে বড় কৃষ্ণচূড়া থেকে সামাণ্য ছোট করে নিতে হবে ফুলটি কেমন হবে হাসিয়ার লাইনগুলো। আমি রোজ তাড়া দিতাম মারিয়াকে সেই সাথে মারিয়া কর্মিকে কিন্তু তবু ঠিকঠাক সময়ে ওঠেনি। কাজ উঠতে উঠতে কিছুটা দেরী হয় এটা ঠিক কিন্তু বেশী দেরী হয় আমার আসতে আসতে, গরমই পড়ে যায়। আমি আপুকে সব সমস্যার কথাই জানিয়ে রাখতাম আপু একবারো চাপ দেননি।
বাড়িতে ফিরে সবার আগে মায়ের জন্য করানো মেয়ের শালটি প্রথম দেখি, তারপর মায়ের আরেক মেয়ে হয়েই এই ছবিগুলো তোলা।আশাকরছি মায়ের ভীষণ পছন্দ হবে এবার শীতের আগে আগেই পেয়ে যাবেন মা এটি।