অনলাইনে ক্রেতা সরাসরি পণ্য দেখতে পায়না তাই একটি সুন্দর পরিচ্ছন্ন ছবি আর তার সাথে সুন্দর তথ্যবহুল কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কনটেন্ট রাইটিং কী?
কনটেন্ট রাইটিং হলো যেকোন তথ্যবহুল বিষয় বা কোন পণ্যেকে বিস্তারিতভাবে উপস্থাপন করা।
আরো সহজ ভাষায় বলতে আমরা বলতে পারি, একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে নিজের মতো করে লেখা।
কন্টেন্ট চার ধরনের হয়ে থাকে যেমন ছবি,অডিও,ভিডিও আর লিখিত। ছবির কন্টেন্ট এ ছবিটি এমন হতে হবে যে ছবিই কথা বলবে,অডিও কন্টেন্ট এর ক্ষেত্রে সকল তথ্য অডিওতে থাকবে, ভিডিও কন্টেন্ট এও ভিডিও তে বিস্তারিত সব তথ্য থাকবে, আর লিখিত কন্টেন্ট হবে সহজ সাবলীল ভাষার, বিস্তারিত তথ্য সমৃদ্ধ, খুব বেশি বড় নয়,ক্রেতা যাতে মনোযোগ ধরে রাখতে পারে শেষ পর্যন্ত পড়তে।
যে পণ্যটি সম্পর্কে যে কন্টেন্টটি থাকবে তাতে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে,বানান সঠিক ও শ্রুতিমধুর হওয়া বাঞ্চনীয়।কন্টেন্ট অবশ্যই আকর্ষণীয় হতে হবে ক্রেতার আছে যাতে সে আগ্রহ নিয়ে পরে শেষ পযর্ন্ত আর ভাষার ব্যবহার হতে হবে সঠিক আর সকল তথ্যও হতে হবে সঠিক।
আমি নিজে ভালো কন্টেন্ট লিখতে পারিনা, এজন্য অনেক বেশি জানা,শেখা ও দক্ষতা অর্জনের প্রয়োজন আছে।
যেমন আমি ছবিতে এমন একটি ছবি ব্যবহার করেছি যেটি দেখলেই বোঝা যাবে আমি সূচীশিল্প নিয়ে কাজ করি।